নিজস্ব প্রতিবেদক , অনুসন্ধানবার্তা:
বগুড়া চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন, বাংলাদেশে এখন আর কোন গরীব মানুষ নেই। স্বল্প আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ভূমিহীনরা পাচ্ছে বাড়ী ও সরকারী ভাতাও। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশে স্বল্প আয়ের মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
তিনি বগুড়া চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এর পরিচালনায় বুধবার বগুড়া চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কর্ণপুর আশ্রয়ন প্রকল্পে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন মাসুদুর রহমান মিলন।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ওয়াবাইদুর রহমান ববি, ১৯নং ওয়ার্ডের কাউন্সিল লুৎফর রহমান মিটু, বগুড়া চেম্বার আব কমার্সের সদস্য শফিকুল ইসলাম, আবু সাঈদ পাপ্পু, গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এমআর বিপ্লব প্রমুখ।