আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পৌর এলাকায় খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উপজেলা সদরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম, কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম শাহ আলম মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
জানাগেছে, কাজিপুর পৌরসভার ৩টি স্থান থেকে ওএমএস এর মাধ্যমে সপ্তাহে ৫দিন করে ৩মাস এই কার্যক্রম চলবে। প্রতিজন ৩০ টাকা দরে ৫কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এভাবে ৩মাসে মোট ৩৯৬ মে.টন চাল বিতরণ করা হবে জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।