কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
চারতলা বিশিষ্ট এই ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এমপি তানভীর শাকিল জয়ের বাবা বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম। বাবা কাজ শুরু করেছিলেন, আর ছেলে সেই অসমাপ্ত কাজ শেষ করলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ব্যাপক উন্নয়নে এগিয়ে চলেছে দেশ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাওন আহম্মেদ,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফসহ প্রমুখ।
উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এর পর জুমার নামাজ আদায় করে প্রধান অতিথি এমপি জয় সোনামুখী ইউনিয়ন এর ২নং ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মতিউর রহমান এর কবর জিয়ারত করেন।