নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় এক বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদরের ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
নিহতের ছোট বোন জানান, তার হোটেলে ঝন্টুসহ একই এলাকার তিনজন খাবার খাচ্ছিলেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে ঝন্টুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে একজনের নাম মমিন। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন।
ঝন্টুর বাবা আফজাল হোসেন বলেন, মমিন নামের একজন এসে ঝন্টুকে ডেকে নিয়ে যায়। তারা একসাথে ঘোরাঘুরি করতেন। নিজেদের মধ্যে টাকাপয়সা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। একারনেই মমিন ও তার সহযোগীরা ঝন্টুকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।