শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা জামে মসজিদ চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর ফকির মিসকিনদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম, হারুনুর মাস্টার, যুবদল নেতা খালিদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়ারেছ আলী আকন্দ, সাধারণ সম্পাদক আবু সাইদ, আমতলি বন্দর কমিটির সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রানা, আমতলী বন্দর কমিটির যুবদল সভাপতি আব্দুল হাকিম প্রমূখ।