নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম)।
রবিবার রাতে বগুড়া জেলা পুলিশের সদ্য বদলি হওয়া পুলিশ কর্মকর্তাগণ’কে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, গাবতলী সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফাছির উদ্দিন ও পুলিশ লাইন্সের সি-স্টোর ইনচার্জ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) শ্রী রাধেশ চন্দ্র সেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল), ডিআইও-১, ডিএসবি, কোট ইন্সপেক্টর, সদর কোট, অফিসার ইনচার্জ, সদর থানা, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, আরআই, পুলিশ লাইন্স, ইনচার্জ, ডিবির ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।