কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ গোলাম মোস্তফা (৩৫), নামে এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকালে চালিতাডাঙ্গা ইউনিয়নের বর্শিভাঙ্গা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত শাহ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোলাম মোস্তফা তার বসবাড়ির পিছনে একটি গাঁজার গাছ রোপন করেছিল। গাছটির ওজন ২ কেজি ৩০০ গ্রাম।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেপ্তারকৃত গাঁজা চাষির বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।