অনুসন্ধানবার্তা ডেস্ক:
ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) বরগুনা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী কলেজের এক ছাত্রীর ধর্ষণ মামলার পর থেকেই মেয়র আল মামুন খান পালাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে বরগুনা জেলা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে তিনি আরো জানান, গত বছর স্বামীর সাথে বনিবনা না হলে ওই ছাত্রী তালাকের জন্য মেয়র আল মামুন খানের সাথে দেখা করেন। এদিকে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। তবে এর আগেও ২০২১ সালে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের নার্স মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন।
এব্যাপারে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মামলাটি অতিকতর তদন্ত করা হচ্ছে।