নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবাতা:
বগুড়ার ধুনট উপজেলায় গাঁজা চাষ করার অপরাধে আজিজুল শেখ (৫০) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আজিজুল শেখ ধুনট উপজেলার বিলশীতলা গ্রামের মৃত অছিম শেখের ছেলে।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস এতথ্য নিশ্চিত করে জানান, আজিজুল শেখ তার বাড়ির পাশের সবজী বাগানের ভিতর গাঁজা চাষ করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষক আজিজুল শেখকে গ্রেপ্তার করা হলেও তার আরেক সহযোগি পালিয়ে যায়।
এসময় আজিজুলের জমির ভিতর থেকে ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক আসামীসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।