ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আব্দুর রাজ্জাক প্রামানিক (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ধুনট উপজেলার পূর্বগুয়াডহুরী গ্রামের মৃত ইসাহাক প্রামানিকের ছেলে।
আরো পড়ুন- ধুনটে গাঁজা চাষ করায় কৃষক গ্রেপ্তার
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, আব্দুর রজ্জাক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আাসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্বগুয়াডহুরী গ্রামের ধুনট টু গোসাইবাড়িগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর রবিবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও আব্দুর রজ্জাকের বিরুদ্ধে শেরপুর ও ধুনট থানায় আরো দুটি মাদক মামলা রয়েছে।