শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে মোবাইলফোনে গেম খেলা নিয়ে ছোট ভাইয়ের উপর অভিমান করে বড় ভাই মেহেদী হাসান (১৩) নামে এক কিশোর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে। নিহত মেহেদী হাসান নাটমরিচাই গ্রামের আব্দুর রহিমের ছেলে ও মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, উপজেলার নাটমরিচাই গ্রামে আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল ফোন পুরাতন হওয়ায় সে নতুন ফোন ক্রয় করে। বাবার পুরাতন ফোনে বড় ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মইনুর হাসান (৭) গেম খেলতো।
প্রতিদিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর রাতে মোবাইলে গেম খেলা নিয়ে মনোমালিন্যতা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সকলের অজান্তের বাড়ির পার্শ্বে পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতরে সে গলায় রশি দিয় আত্মহত্যা করে।
পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বাবা আব্দুর রহিম বলেন, মোবাইলফোনে গেম খেলা নিয়ে আমার ছোট ছেলে মইনুর হাসানের ওপর অভিমান করে বড় ছেলে মেহেদী হাসান গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
তবে এব্যাপারে শিবগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।