নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ফসলী মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গুদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক তোফাজ্জল হোসেন (৬০) বেড়েরবাড়ি গুদাপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।
নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকাল ৩টার কৃষক তোফাজ্জল হোসেন তার বাড়ির পাশেই ফসলী মাঠে গরু চড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে একটি গাভীন গরু সহ কৃষক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।