নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই প্রার্থী। তারা হলেন- বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ’লীগ মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জিয়াউল হকের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা এ এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ। তিনি জেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসার মাহমুদ হাসানের নিকট তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, আগামী ১৭ অক্টোবর ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৬২৫। এর মধ্যে দুজন মারা গেছেন। ভোটারদের মধ্যে আছেন উপজেলা পরিষদের ১২ জন চেয়ারম্যান, ২৪ জন ভাইস চেয়ারম্যান, বগুড়ার ১২ পৌরসভার ১২ জন মেয়র, ১৬০ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ১০৯ ইউপি চেয়ারম্যান এবং ১ হাজার ৩০৮ জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য।