নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ হাসপাতাল থেকে রেফার্ড করে বগুড়ায় নেয়ার পথে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত শাহ আলম ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের আবু বক্কারের ছেলে।
ধুনট থানার এসআই রুহুল আমিন খান এতথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কহলের জের ধরে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শ্রমিক শাহ আলম অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রেফার্ড করে বগুড়ায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। এঘটনায় তদন্ত শেষে ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।