ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো: রবিউল ইসলাম। শুক্রবার বিকালে তিনি ধুনট থানায় যোগদান করায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই মতিউর রহমান, এসআই রুহুল আমিন খান, এসআই জাহাঙ্গীর আলম, এসআই শহিদুল ইসলাম, এসআই অমিত বিশ্বাস, এএসআই আবু তাহের সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
আরো পড়ুন- দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিলেন ধুনট থানার জনবান্ধব ওসি কৃপা সিন্ধু বালা
জানাযায়, ধুনট থানার নবাগত ওসি রবিউল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এরআগে তিনি নাটোর জেলার একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এরআগে গত ৫ সেপ্টেম্বর ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বদলী জনিত কারনে পাবনা জেলায় বদলী হয়েছেন। তিনি একটানা আড়াই বছর ধুনট থানার ওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।