কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী স্বপন বাবুকে (২১) গ্রেপ্তার করেছে। সে কাজিপুর ইউনিয়নের মেঘাই পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে কাজিপুর থানায় আরও দুটি মাদকের মামলা রয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ অভিযান চালিয়ে স্বপনকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, আটককৃত স্বপন সিরাজগঞ্জ পলিটেকনিকে পড়ালেখা করে। সে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।