নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট সদর ইউপি সদস্য আব্দুল হান্নান, সুলতান মাহমুদ, নুরুন্নবী হোসেন, আব্দুল হাকিম, আলম হোসেন, প্রফুল্ল, দিতি আক্তার, পপি খাতুন, নাসিমা প্রমূখ।