নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাথরুমের বালতির পানিতে পড়ে গিয়ে রশনী আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপীহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রশনী আক্তার ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে রশনীর বাবা ইমদাদুল কৃষি কাজের জন্য মাঠে যান। আর মা তানিয়া বেগম বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। তখন তার দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিলো। কিন্তু দুপুরের দিকে তানিয়া হঠাৎ রশনীকে উঠানে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুজি করতে থাকে।
একপর্যায়ে বাথরুমে গিয়ে দেখতে পায় পানি ভর্তি বালতির মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে শিশু রশনী। পরে সেখান থেকে উদ্ধার করে বুঝতে পারে রশনী মারা গেছে।
রশনীর চাচা আব্দুস সাত্তার জানান, শনিবার সকালে তার ভাইসহ তারা কৃষি কাজে মাঠে চলে যান। রশনী ও তার আরেক বোন মা’র সাথে বাড়ীতে ছিল। দুপুরে ফোনের মাধ্যমে রশনীর মৃত্যুর খবর জানতে পেরে বাড়িতে চলে আসেন তিনি।
পরে জানতে পারেন খেলাধুলার এক পর্যায়ে বাথরুমে থাকা পানির বালতিতে পরে তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শুনেছি। খোঁজ নেয়া হচ্ছে আসলে কিভাবে মারা গেছে।