নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ডিবির অভিযানে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বগুড়া জেলা সদরের নামাজগড় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার শেরপুর উপজেলার পালশা হাজীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে আব্দুল মমিন (৩৫) ও মহিপুর কলোনী এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী চায়না বেগম (৩৫)।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত চায়না বেগমের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৪টি মাদক মামলা রয়েছে।