শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের গোরনা গ্রামে এক প্রবাসীর আম বাগান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
প্রবাসীর স্ত্রী আশুবা বিবি জানান, তার স্বামী দেলোয়ার হোসেন প্রায় ২২ বছর যাবত সৌদি আরবে চাকুরী করেন। চার বছর পূর্বে তিনি দেশে আসেন। এর মাঝে একই এলাকার আব্দুল প্রামানিকের কন্যা মেরিনা বেগমের নিকট থেকে ৮ শতক জমি কোবলা সূত্রে ক্রয় করেন।
এরপর উক্ত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা আম বাগানের কয়েকটি গাছ রাতে আধারে কেটে নষ্ট করে ফেলে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।