ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় পাথর ভর্তি ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে বগুড়া জেলার সদর থানাধীন রেলগেট তিনমাথা মোড় এলাকার রংপুর টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানাধীন দক্ষিন দেওয়ানির খামার এলাকার বেলাল উদ্দীনের ছেলে আলী আকবর (৪৫), মৃত পনির উদ্দীনের ছেলে হেলপার ইব্রাহীম (৩৮) ও ধাওয়ারকুটি গ্রামের আলী হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন (৩০)।
আরো পড়ুন- বগুড়া জেলার শ্রেষ্ঠ ইউএনও ধুনটের সঞ্জয় কুমার মহন্ত
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।