নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপর উপজেলায় কন্যা দিবসেই ১৪ মাস বয়সী হুমায়রা খাতুন নামে এক কন্যা শিশুকে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করেছে এক পাষন্ড বাবা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে এই উপজেলার কুসুম্বী ইউনিয়নের উচলবাড়িয়া গ্রামে।
এঘটনায় পুলিশ নিহত শিশুর বাবা জাকির হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। সংসারে কন্যা সন্তান থাকার পর আবারো স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্ম গ্রহন করায় বাবা জাকির হোসেন কন্যা শিশুটিকে পুকুরে ফেলে হত্যা করেন।
জানাগেছে, দিনমজুর জাকির হোসেন সাত বছর আগে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের রমজান আলীর মেয়ে রাবেয়াকে বিয়ে করেন। তাদের সংসারে ৬ বছর বয়সী জান্নাতি খাতুন নামে এক কন্যা সন্তান রয়েছে।
এদিকে রাবেয়া আবারো গর্ভবতী হলে জাকির হোসেন প্রত্যাশা করেন এবার ছেলে সন্তান জন্মগ্রহন করবে। কিন্তু গত ১৪ মাস আগে রাবেয়া কন্যা সন্তান প্রসব করেন। এরপর থেকেই স্বামী জাকির হোসেন তার স্ত্রীর উপর ক্ষুদ্ধ হন। কন্যা সন্তান জন্ম দেয়ার কারনে স্ত্রী রাবেয়াকে দায়ী করে সংসারে অশান্তি শুরু করে। এনিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়া বিবাদ হয়ে আসছিল।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাকির হোসেন ঘুমন্ত শিশুকে বিছানা থেকে নিয়ে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরে ফেলে দিয়ে আসেন। ভোর রাতে রাবেয়া শিশু সন্তানকে না পেয়ে হৈচৈ শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে জাকির হোসেনকে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদে জাকির হোসেন শিশু সন্তানকে পুকুরে ফেলে দেয়ার কথা স্বীকার করেন। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং জাকির হোসেনকে গ্রেফতার করেন।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, বার বার কন্যা সন্তান হওয়ার কারনে জাকিরের মনে অসন্তুষ্টি ছিল। একারনেই জাকির তার সন্তানকে পুকুরে ফেলে হত্যা করে।