নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার পূজা মন্ডপে দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। রবিবার (০২ অক্টোবর) রাতে ধুনট পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে বস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ইউএনও পত্নী সুমি চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সরকারপাড়া পূজা মন্ডপের সভাপতি নিতাই চন্দ্র দেব, সাধারণ সম্পাদক আনন্দ সরকার, কলেজপাড়া পূজা মন্ডপের সভাপতি গৌতম সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা প্রমূখ।