নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ধুনট উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু।
আরো পড়ুন- শেরপুরে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমূখ।
ভিডিও দেখুন এবং অনুসন্ধানবার্তা চ্যানেলটি সাবক্রাইব করুন-