শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান মিলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো: শফিউল আজম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী।
আরো পড়ুন- ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলামের বিদায় সংবর্ধনা
শেরপুর উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক মহা সচিব মো: আফাজ উদ্দিন লিটন, বগুড়া জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, ধুনট উপজেলার সিএইচসিপি আইয়ুব আলী প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) তাদের কমিউিনিটি ক্লিনিকের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।