আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: সিরাজগঞ্জের কাজিপুরে আতাহার-শাহজাহান দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ইমন হোসেন। সে উপজেলার হরিনাথপুর আজিম উদ্দিন মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ইমনের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
আরো পড়ুন- ধুনটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আল-আমিন গ্রেপ্তার
এই বৃত্তিতে অর্থায়ন করেন, ড. সাজ্জাদ হোসেন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য কর্মকর্তা ইয়াছিন আলী। প্রতি বছরই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক জনকে এই বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার শাহাদৎ হোসেন প্রমুখ।