নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আল-আমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আল-আমিন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামের মৃত সফের আলীর ছেলে।
আরো পড়ুন- ধুনটে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ধুনট থানার এসআই মোস্তাফিজুর আলম জানান, গ্রেপ্তারকৃত আল-আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গুয়াডহুরী গ্রামস্থ ছোট দিয়ার কাঁচা বাজার পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য বিক্রিকালে তাকে ৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।