আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
থানাসূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের অন্তর্গত শালগ্রাম এলাকা থেকে মৃত জালাল উদ্দিনের ছেলে মালেক (২২) কে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি লাল রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেল জব্দ করা হয়।
আরো পড়ুন- বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এমপি পুত্রের প্রচারনা
এবিষয়ে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলায় দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।