নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেনের আনারস মার্কা প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপি নির্বাচনী প্রচারনা চালিয়েছেন স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
রবিবার (১৬ অক্টোবর) নির্বাচনী প্রচারনার শেষ দিনে ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার জনপ্রতিনিধি ভোটারদের সাথে মতবিনিময় সভা করেন এমপি পুত্র আসিফ ইকবাল সনি।
পৃথক এসব নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও পপি রানী সাহা।
আরো পড়ুন- শিবগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ও নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন।
এছাড়াও এসব মতবিনিময় সভায় ১০টি ইউনিয়ন পরিষদের সদস্য ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।