ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যান চোর দলের সদস্য সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ধুনট উপজেলার মোহনপুর পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জানাগেছে, মোহনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন পেশায় একজন ভ্যান চালক। গত ১৩ অক্টোবর তার নিজ বাড়ি থেকে অটো ভ্যানের ৪টি ব্যাটারী চুরি হয়ে যায়।
আরো পড়ুন- কাজিপুরে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ১
এঘটনায় আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন বাদী হয়ে মোহনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেনকে (৩০) আসামী করে মামলা দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, অটোভ্যান চোর সিন্ডিকেটের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।