শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড শেরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এই কেন্দ্রে ১২০টি ভোটের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মোকবুল হোসেন (আনারস) ৫৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (মোটরসাইকেল) পেয়েছেন ৬৫ ভোট।
আরো পড়ুন- বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ধুনট আসনে আ’লীগের প্রার্থী বিজয়ী
এছাড়া সাধারণ সদস্য পদে ৮নং ওয়ার্ড শেরপুর আসনে প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুট্টো (হাতি) ৭০ ভোট, শিল্পী বেগম (তালা) ৪৬ ভোট ও মো. মানিক (টিউবওয়েল) পেয়েছেন ৪ ভোট।
তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য সুমাইয়া খানম (দোয়াত কলম) ৭৩ ভোট, সুইটি মল্লিক (মাইক) ২০ ভোট, রওশনআরা (ফুটবল) ১০ ভোট, নাজনীল নাহার (হরিণ) ১০ ভোট ও মোছা: ফিরোজা খাতুন (টেবিল ঘড়ি) পেয়েছেন ৭ ভোট।