নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
আরো পড়ুন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ায় ধুনটে আনন্দ মিছিল
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, আ’লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন প্রমূখ।