সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী পৌরশহর প্রদক্ষিণ করে।
পরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
আরো পড়ুন- কাজিপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা মাহফুজার রহমান।