নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আলম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২২ অক্টোবর) গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আলম মিয়া নবীনগর গ্রামের খোরশেদ ফকিরের ছেলে। তাকে মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন- বগুড়া আরডিএ এর দুইদিন ব্যাপি বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ আলম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।