নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় বাবু (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে স্থানীয় বাস স্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কোহির উদ্দিন জানান, ট্রাকটি নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের উত্তরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে দাঁড়িয়ে ছিল।
আরো পড়ুন- ধুনট উপজেলা আ’লীগের নবনির্বাচিত সাঃ সম্পাদককে সংবর্ধনা প্রদান
এসময় বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের যাত্রীবাহী একটি বাস (বগুড়া-ব-১৪-৮৬১০) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
সাহেব আলী নামের প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ট্রাকের সঙ্গে ধাক্কায় বাসে থাকা একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বাসটির চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। তবে নিহত ব্যক্তি বাসের যাত্রী নাকি স্টাফ তা এখনও জানা যায়নি।