নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ পিনস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- কাজিপুর উপজেলার শুভগাছা এলাকার মৃত রুস্তম আলী শেখের ছেলে শাহাদত হোসেন (৩০), সিরাজগঞ্জ জেলা সদরের শাহানগাছা এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে রুহুল আমিন (২৯) ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন উত্তর বত্রিশহাজারী এলাকার মকবুল মিয়ার ছেলে শাহিন আলম (২৫)।
আরো পড়ুন- ধুনটে জাতীয় শিক্ষক দিবস পালিত
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জেলা সদরের ঠনঠনিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৩৫০ পিনস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।