নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মোস্তফা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর রাতে মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি দক্ষিণপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
আরো পড়ুন- কাজিপুরে লায়লা-নাসিম অডিটোরিয়ামের উদ্বোধন
ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।