নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকারের সভাপতিত্বে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও ধুনট উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
আরো পড়ুন- ধুনট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শেরপুর থানার এসআই আব্দুস সালামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, শেরপুর থানার ইন্সপেক্টর তদন্ত লাল মিয়া, আ’লীগ নেতা গৌরদাস রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা ফরহাদুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা কেএম ওবায়দুর রহমান, পরিমল চন্দ্র, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, আব্দুল হান্নান, মিজানুর রহমান প্রমূখ।