নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে নেশা জাতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রঞ্জু আলম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রঞ্জু আলম নিমগাছী ইউনিয়নের ধামাচামা আব্দুল হালিমের ছেলে।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নিমগাছী ইউনিয়নের জয়সিং বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রঞ্জু আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।