নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে প্রয়াত আওয়ামীলীগ নেতা সাবেক সংসদ সদস্য ফেরদৌস জামান মুকুলের ১০তম মৃত্যুবার্ষিকী ও আ’লীগ নেতা আব্দুস সালামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে ধুনট প্লাজার তৃতীয় তলায় শেখ কামাল হলরুমে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনির উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভপতি রেজাউল করিম রেজা, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, সদস্য মোজাফফর রহমান, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, আওয়ামীলীগ নেতা গোলাম সোবহান, আফছার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজী বুলেট, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম রেজা রিমান, মামুনর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু প্রমুখ।