নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, আ’লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, শরিফুল ইসলাম খান, সমবায় সমিতির সভাপতি খোকন প্রমূখ।
আরো পড়ুন- ধুনটে জাতীয় সংবিধান দিবস পালিত