নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হেরোইনসহ একসঙ্গে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধুনট সদর ইউনিয়নের চৈতারপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চৈতারপাড়া এলাকার শুকুর আলীর ছেলে টুটুল শেখ (২৭) ও তার ভাই জাহিদুল ইসলাম (৩৫)।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে চৈতারপাড়া এলাকায় দুই ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুই গ্রাম হেরোইনসহ টুটুল শেখ ও এক গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।