নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
আগামী ১৬ ডিসেম্বর বগুড়ার ধুনটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা।
আরো পড়ুন- দুর্নীতির দায়ে বগুড়ার শেরপুরের কলেজ সভাপতির পদ হারালেন আ’লীগ নেতা
এছাড়া সভায় ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।