নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু (৬০) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে গত শুক্রবার (১১ নভেম্বর) বগুড়ায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়।
সাংবাদিক শানুর মৃত্যুর পর দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বগুড়া প্রেস ক্লাবের সামনে তার মরদেহ রাখা হয়। সেখানে বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পুলিশ সুপার, সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল দেয়া হয়। পরে তার মরদেহ ফুলবাড়ী শ্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শজিমেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, ‘সাংবাদিক শানুর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। এরপরই চিকিৎসকরা গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন। তবে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন’।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন বলেন, আমরা চিকেৎসার জন্য যা যা করা প্রয়োজন করেছি। তারপরও তাকে বাঁচানো গেল না।