নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার বলেছেন, রাজনীতি আর গণতন্ত্রকে ধ্বংস করার হীন চক্রান্ত করছে সরকার। আওয়ামীলীগ সরকারের নির্যাতন, নিপীড়ন, দুঃশাসনে দেশ আজ ধ্বংসের সর্বশেষ প্রান্তে উপনীত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে।
রবিবার বিকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা,
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড. হাসনাত আলী, আমিনুর রহমান কাগজী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন প্রমূখ।