কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা: সিরাজগঞ্জের কাজিপুরে সাইকেল চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল রানা (২২) কাজিপুর উপজেলার পশ্চিম বেতগাড়ী গ্রামের মৃত শাহা আলীর ছেলে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে চোর চক্রের মূল হোতা সোহেল কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেলের দেওয়া তথ্য মতে চুরি করা ৫টি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামি সোহেল রানা একজন চাকরিচ্যুত গ্রাম্য পুলিশ সদস্য। দুর্নীতি ও নানা অপকর্মের ঘটনায় চাকরিচ্যুত হয়ে চুরিসহ ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।
সে গোপনে বাইসাইকেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করত। আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।