নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে গভীর রাতে রাস্তার পাশে ট্রাক থামিয়ে দোকানের মালামাল লুট করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে কালেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় বুধবার ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী ধুনট থানায় জিডি দায়ের করেছেন।
জানাগেছে, কালেরপাড়া গ্রামের ব্যবসায়ী মনিরুল আলম জুবাইর প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১১টায় তার দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে তার দোকানে গিয়ে দেখেন তালা ভেঙ্গে ৬২টি গ্যাস ভর্তি সিলিন্ডার, ৮ লিটার সয়াবিন তেল, ৩০০ প্যাকেট সিগারেট সহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে।
আরো পড়ুন- শেরপুরে আসামী ধরতে যাওয়ায় পুলিশের ওপর হামলা ॥ গ্রেপ্তার ৬
এবিষয়ে ব্যবসায়ী মনিরুল আলম জুবাইর বলেন, দ্ইু-একজন ব্যক্তি গভীর রাতে রাস্তার পাশে ট্রাক থামিয়ে মালামাল লোড করতে দেখেছেন। তখন তারা মনে করেছেন হয়তো দোকানের মালামাল লোড আনলোড করা হচ্ছে। সেই সময় তারা চুরির বিষয়টি বুঝতে পারেননি। ট্রাকটি ধুনট অভিমুখে দাঁড় করানো ছিলো। এঘটনায় ধুনট থানায় একটি জিডি দায়ের করেছি।
এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ীর দোকানে চুরির অভিযোগটি তদন্ত করা হচ্ছে।