ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রয়াত এমপি আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের খেলায় ২-০ গোলে কাহালুকে হারিয়ে ধুনট ফুটবল একাদশ সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সারিয়াকান্দি উপজেলার পাবলিক মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ফুটবল একাদশকে বিজয়ী করার লক্ষ্যে নেতৃত্ব দিয়ে আসছেন স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
এছাড়াও সহযোগিতা করছেন ধুনট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান ও ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।