নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৮) কে ছুরিকাঘাতে আহত করেছে দূর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় ওই হাসপাতালের ২ নম্বর গেটে এই ঘটনা ঘটে।
আহত চিকিৎসক ফাহিম রহমান ঢাকার সবুজবাগের নুর মোহাম্মাদের ছেলে। তিনি বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, শজিমেক হাসপাতালের ২ নম্বর গেটের সামনে ফুটাপাতের ঝাল-মুড়িওয়ালা দোকানী বাবা-ছেলের সাথে বাকবিতণ্ডতার জের ধরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঝাল-মুড়িওয়ালা ফরিদ ব্যাপারী (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার ছেলে শাকিল হোসেন (২৫) পলাতক রয়েছে।
আরো পড়ুন- ধুনটে বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার, ৪৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ইন্টার্ন চিকিৎসক ফাহিম বুধবার বিকেলে তার বন্ধুদের সাথে শজিমেক হাসপাতালের ২ নম্বর গেটে আড্ডা দিচ্ছিলেন। এসময় তারা বাবা-ছেলে ফরিদ ব্যাপারী ও শাকিল হোসেনের দোকাে ঝাল-মুড়ি খেতে যান।
একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে দোকানী শাকিলের সাথে চিকিৎসক ফাহিমের বাকবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাঁটার চাকু দিয়ে চিকিৎসক ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
এবিষয়ে বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।