নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের ভিতরের মেডিসিন বিভাগের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানাযায়, হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে দীর্ঘ দিন ধরে পুরাতন বেড, চেয়ার ও টেবিলসহ কিছু জিনিসপত্র রাখা ছিল। সেখান থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। তবে ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
হাসপাতালের প্রত্যক্ষদর্শী কর্মচারী আব্দুল আলিম বলেন, হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে রাখা পরিত্যক্ত জিনিসপত্রে দাও দাও করে আগুন জ¦লতে থাকে। এতে হাসপাতালের রোগীরা আতঙ্কিত হয়ে বেড ছেড়ে হাসপালের বাইরে চলে আসে। পরে জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানানো হয়।